আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কন্যাসন্তানের নাম স্থির করেননি প্রিয়াঙ্কা-নিক, নামকরণের দায়িত্ব অন্য কারোর, কে তিনি?

অনলাইন ডেস্ক : এক মাসের একটু বেশি সময় মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর শেয়ার করেছিলেন পিগি চোপস। ২২ জানুয়ারি সারোগেসির সাহায্যে জন্মগ্রহণ করে প্রিয়াঙ্কা ও নিকের কন্যা সন্তান। জন্মের পরেই অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হয়েছে সদ্যজাতকে। সম্প্রতি মা-র কোলে ফিরে এসেছে একরত্তি।

মেয়েকে ওয়েলকাম জানাতে বাড়ি নতুন করে ডিজাইন করেছেন তারকা দম্পতি। খেলনা, পুতুল, টেডি দিয়ে বাড়ি ভরিয়ে দিয়েছেন নিক। কিছুদিন আগে সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সন্তানের ছবি সাধারণত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান না তারকারা। প্রিয়াঙ্কা ও নিকের মেয়েরও দেখা মেলেনি। তবে প্রিয়াঙ্কার অনুরাগীরা জানতে চান, মেয়ের কী নাম রেখেছেন নায়িকা। সেই নাম কেনই বা জানাচ্ছেন না তিনি।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়াকে জিজ্ঞাসা করা হয় প্রিয়াঙ্কা মেয়ের কী নাম রাখলেন? নাতনির কথায় মুখো হাসি ফোটে দিদার। তিনি বলেন, নাতনির আসা তাঁর কাছে কত আনন্দের। তবে নামকরণের প্রসঙ্গে তিনি জানান, একমাস কেটে যাওয়ার পরও মেয়ের নামকরণ হয়নি। আসলে মেয়ের নাম প্রিয়াঙ্কা বা নিক রাখবেন না, একরত্তির নাম স্থির করবেন পুরোহিত মশাই। তিনি নাম স্থির করলেই সকলকে জানানো হবে বলে জানান মধু চোপড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :