দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব প্রতিবেদক।
বর্তমানে সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে । মাদকের নীল নেশা আজ তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । এ এক তীব্র নেশা । হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত । এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে । আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার । যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রামের , প্রতিবাদের , যুদ্ধ জয়ের , আজ তারা নিঃস্ব হচ্ছে মরণনেশার করাল ছোবলে । মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত – সহস্র তরুণ প্রাণ । ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা । ভাবিত হচ্ছে সমাজ ।
এরই ধারাবাহিকতায় ০১ মার্চ ২০২২ তারিখ র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন নেহালপুর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ১৭:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন নেহালপুর (স্কুল মাঠ) গ্রামস্থ জনৈক আবুল হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সোহেল মোল্লা(২৭), পিতা-মোঃ সবুল মোল্লা, সাং-দন্তগ্রাম (ভূইয়া পাড়া), ২। মোঃ আজিজুল প্রধান(২৩), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-দন্তগ্রাম (মোল্লা পাড়া), ৩। মোসাঃ মায়া খাতুন(৩৮), স্বামী-মোঃ ইব্রাহিম ভূইয়া, পিতা–মৃত মুনসুর মিয়া, সাং-দন্তগ্রাম (মজিদ পাড়া), ৪। মোসাঃ ফাহিমা বেগম(৩০), স্বামী-মোঃ মিলন হোসেন, পিতা–মৃত আবুল হোসেন, সাং-দন্তগ্রাম (মজিদ পাড়া), সর্বথানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের নিজ হেফাজত হতে ১২৯ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড, নগদ-১০০০/- টাকা এবং ০১টি ইজিবাইক উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply