আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি তো আগেই বৈধ ছিলাম: জায়েদ খান

চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে জায়েদ খানকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন।

এদিন বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে (বিএফডিসি) এসেছেন জায়েদ খান। তাকে শুভেচ্ছা জানাতে এফডিসিতে আসছেন তার প্যানেলের বিজয়ীরাও। তিনি তার পদের দায়িত্ব বুঝে নেবেন।

রায়ের প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, অবশেষে সত্যের জয় হয়েছে। আমি তো আগেই বৈধ ছিলাম। মাঝখানে অন্যায়ভাবে আপিল বোর্ড একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিল। আমি হাইকোর্টে সব কাগজপত্র দাখিল করেছি। আদালত সব বিবেচনা করে রায় দিয়েছেন আমিই সাধারণ সম্পাদক পদে থাকবো।

এদিকে হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট নিপুণ আক্তার জানান, ‍আমি ন্যায় বিচার পাইনি। রায়ের বিপক্ষে সুপ্রিম কোর্টে আপিল করবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :