মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে ঝিনাইদহের কোটচাঁদপুরে পিঠামেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
(৩মার্চ) বৃহস্পতিবার সকালে সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ফায়ার সার্ভিস রোড়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, প্রতিষ্ঠানে এম ডি শিশির আহম্মদ শিলন, অরিস্ক গ্রুপের মেনেজিং ডিরেক্টর ফয়েজ মোহাম্মদ ফেরদৌস, ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব খাঁন হানিফ, এস আই আব্দুর মান্নান, সাবেক কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক বিমল ভৌমিক, সাংবাদিক খোন্দকার আব্দুল্লাহ বাশার প্রমুখ।
বক্তারা বলেন, দিনে দিনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। তেমনই একটি ঐতিহ্য পিঠাপুলি-পায়েস। ডিজিটাল যুগের চাহিদায় মানুষের মাঝে আত্মিক সম্পর্কও হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই জানে না পিঠাপুলির নাম। আগে গ্রামের প্রতি বাড়িতে উৎসবের মতো পিঠাপুলি বানানো হতো, আত্মীয়-স্বজনদের নিয়ে মহা আনন্দে খাওয়া হতো। এখন আর সেসব খুব একটা দেখা যায়না। তাই গ্রামীণ সেই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে অতিথিবৃন্দসহ উপস্থিত সবার মাঝে নানারকমের পিঠা পরিবেশন করা হয়।
Leave a Reply