আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টাইগারদের নতুন পেস বোলিং কোচ ডোনাল্ড

অনলাইন ডেস্ক।।

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডকে টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নতুন বোলিং কোচ হিসেবে আমরা ডোনাল্ডকে নিয়োগ দিয়েছি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’

অ্যালান ডোনাল্ড ২০০৭ সালে সংক্ষিপ্ত মেয়াদে ইংল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ দলের বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ২০১৩-১৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচ ছিলেন তিনি। সর্বশেষ ৫৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান নিজ দেশের নাইটস ক্রিকেট ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসারদের একজন ডোনাল্ড। তিনি ১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। দশ বছরের টেস্ট ক্যারিয়ারে ৭২ ম্যাচে নিয়েছেন ৩৩০ উইকেট। ওয়ানডে ফরম্যাটে ১৬৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ১২১৬টি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৮৪ উইকেট নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :