তানভীর লিটন,কুষ্টিয়া ।।
বিশ্ব মহামারী করোনা কালীন সময়ে স্বাস্থ্য সেবায় জীবনের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ করা একজন প্রকৃত কোভিড যোদ্ধা রমজান আলীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গতকাল (৬ মার্চ) রবিবার বিকেলে “মানুষ মানুষের জন্য,কুষ্টিয়া ” নামক একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রমজান আলীকে এই সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
“দেশ আমাদের,গড়তেও হবে আমাদের” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এবার কুষ্টিয়ার রোটারি গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে কোভিড যোদ্ধা,রক্ত যোদ্ধা, প্রকৃতি যোদ্ধা ও গুণিজন এই চারটি ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
দেশে যখন করোনা মহামারী পরিস্থিতি ভয়ংকর রুপ ধারণ করেছিল তখন কুষ্টিয়া সদর হাসপাতালে অফিস সহায়ক রমজান আলী একজন সম্মুখ কোভিড যোদ্ধা হিসেবে নিজের জীবনের মায়া ত্যাগ করে দিন-রাত কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। এই কাজেরই সম্মাননা স্বরুপ তাকে এই ক্রেস্ট প্রদান করা হয়।
নির্লোভ নিরহংকার সাদা মনের মানুষ রমজান আলী আজ দীর্ঘ ৬ বছর কুষ্টিয়া সদর হাসপাতালে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। রমজান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুরের কৃতি সন্তান।
এবিষয়ে কোভিড যোদ্ধা রমজান আলী বলেন, করোনার সময় যে অক্লান্ত পরিশ্রম করেছি তার জন্য কোন প্রাপ্তি আশা করি নাই শুধু ভালো লাগা থেকেই কাজ করেছি। তবে আজ আমাকে “মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া ” সংগঠনটি কোভিড যোদ্ধা হিসেবে যে সন্মাননা ক্রেস্ট প্রদান করেছে তাতে আমি অনেক আনন্দিত।
মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলনের সভাপতিত্বে ও
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট লালন গবেষক ও সংগঠক এ্যাডঃ লালিম হক,সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান,এস আই সোহেল,জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা হাবিবাসহ অনেকেই।
Leave a Reply