কোটচাঁদপুর পৌর আঃলীগের কমিটি গঠন

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
দীর্ঘ ১৮ বছর পর ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর আঃলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা মিকি। ১৮ বছর পর কোটচাঁদপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ।
ওই সম্মেলনে কাজী আলমগীর সভাপতি ও রিপন মন্ডল সাধারণ সম্পাদক করে -কমিটি গঠন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আঃলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবী নেওয়াজ, কোটচাঁদপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর আঃলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল ও পরিচালনা করেন পৌর আঃলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার। এ সময় সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।।