নারী ও পুরুষ হাত বাড়ালে সাম্যের পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে : শিক্ষামন্ত্রী

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : নারী ও পুরুষ সহযোগিতার হাত বাড়ালে সাম্যের পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে হেকস/ ইপার আয়োজিত ‘করোনাকালে দলিত ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের প্রতি সহিংসতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
তিনি বলেন, নারীর অগ্রগতি ও উন্নয়নই নয় তার নিজের অধিকার বোধের জায়গায়ও গড়ে তুলতে হবে নিজেকে। দরকার হলে অধিকার কেড়ে নিতে হবে।
একজন নারী সন্তান জন্ম দিতে গড়ে প্রতিবার মৃত্যুমুখে পতিত হয়, আবার নতুনভাবে জীবন ফিরে পায় এ কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের নারীরা এখন অনেক ভালো জায়গায় স্থান করে নিয়েছেন ঠিকই কিন্তু নারীরা এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা জন্মগতভাবে সহনশীল, তার প্রতি কোষে কোষে সহ্যক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, ‘একই নারী মা হিসেবে যে সম্মান পান। সেই একই নারী তার স্বামীর কাছে সে সম্মান পাননা। নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করে ভালো স্থানে গেলেও এখনো অনেক নারী তার অধিকার বঞ্চিত হচ্ছে। নারীর সামনে সমাজ এক দেয়াল তৈরি করে দিচ্ছে। এটা থেকে একজন নারীকে বেরিয়ে আসাই তার জন্য যুদ্ধ।’
তারানা হালিম বলেন, নারীর উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পুরুষের মনোস্তাত্বিক দৃষ্টির পরিবর্তন।
তিনি বলেন, নারীরা নিজেদের শক্তিকে কাজে না লাগিয়ে নিজেদের সহায়ক শক্তি হিসেবে ভাবতে ভালোবাসে।