মেহেরপুর সংবাদদাতা।।
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতায় আজ অগ্রগন্য প্রতিপাদ্য নিয়ে গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংষদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা কিৃষি অফিসার লাভলী খাতুন, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীল হাফিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের বিউটিফিকেশন ট্রেডের ইন্সট্রেক্টর নিরজনা খাতুন।
এবার আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গাংনীর তিন নারী উদ্দ্যেক্তাকে সম্মাণনা ক্রেষ্ট প্রদান করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা আফরোজ, রাজনীতিতে বিশেষ অবদান রাখায় জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহানা ইসলাম শান্তনা ও আত্মশক্তিতে বলিয়ান হয়ে নিজের পায়ে দাড়ানোতে রেহানা খাতুন নামের তিন নারীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম ও কৃষি অফিসার লাভলী খাতুন ক্রেষ্ট তুলে দেন।
Leave a Reply