মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
“ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় ন্যায্যতা” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন। সভায় ভোক্তা অধিকার নিশ্চিতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী, সিনিয়ির মৎস্য অফিসার সঞ্জয় কুমার, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক সহ হোটেল রেস্তোরা ব্যবসায়ী বৃন্দ।
Leave a Reply