তানভীর লিটন কুষ্টিয়া।।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬০ টি বাই-সাইকেল, দুটি স্কুল ভ্যান, ৮০ জোড়া ব্যাঞ্চসহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দ থেকে এই শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কুমারখালী পাবলিক লাইব্রেরী চত্ত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে যু্বলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-০৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র হারুনর -অর-রশীদ হারুন সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দীপসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply