আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ হতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে আটক ১

নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলায় গত ১৭ মার্চ ২০২২ তারিখ আনুমানিক ০৯;৫০ টায় র‍্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ হতে রূপগঞ্জ থানাগামী পাঁকা রাস্তার পশ্চিমপাশে জাঙ্গীর কুদুর মার্কেটস্থ এস. এ কম্পিউটার টেলিকম নামক দোকানে পর্ণোগ্রাফি বিরোধী অভিযান পরিচালনা করে পর্ণোগ্রাফার মোঃ নবী হোসেন (২৫),নারায়ণগঞ্জ’কে আটক করে।

গ্রেফতারকৃ আসামীর দোকান তশ্লাশী করে পর্ণোগ্রাফি সরবরাহের কাজে ব্যবহৃত ০১ টি সিপিইউ, ০১ টি হার্ডডিস্ক, ০১ টি র‍্যাব-কার্ড, ০১ টি মনিটর, ০১ টি মাউস, ০১ টি কিবোর্ড, ০১ টি কার্ড রিডার, ০১ টি ইউএসবি হাব, ০১ টি এ্যাডপ্টর, ০২ টি পাওয়ার ক্যাবল, ০১ টি মোবাইল ফোন এবং ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জাঙ্গীর কুদুর মার্কেটে মোবাইলের চার্জার, মেমরী কার্ড, মোবাইল রিচার্জ এবং বিকাশে টাকা লেন-দেন ব্যবসা পরিচালনা করে আসছে।

ব্যবসার আড়ালে কম্পিউটারের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সী বিভিন্ন পেশায় জড়িত তরুণদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে বিভিন্ন প্রকার পর্নো ভিডিও,

অশ্লীল ছবি ও গান সরবারহ করে আসছিল মর্মে স্বীকার করে।আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :