নিজস্ব প্রতিবেদক।
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাধুখালী গ্রামস্থ এলাকায় র্যাব-৬, সিপিসি-২ অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল -নসিমন/আলমসাধুসহ দুই চোরাকারবারি গ্রেফতার।
২৩ মার্চ ২০২২ ইং তারিখ ভোর রাত ০৪:৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-২(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাধুখালী গ্রামস্থ এলাকায় কতিপয় চোর-চোরাই মোটর সাইকেল এবং যাত্রীবাহী চোরাই নসিমন/আলমসাধু গাড়ি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাধুখালী গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ০২জন লোক আমাদের উপস্থিতি টের পেয়ে চোরাইকৃত মোটর সাইকেল এবং যাত্রীবাহী নসিমন/আলমসাধু গাড়ী রেখে পালানোর চেষ্টাকালে আসামী- ১। মো: নান্নু(২২), পিতা- মো: সাইদুল ইসলাম, সাং- সাধুখালী, ২। মো: কাজল হোসেন(২৮), পিতা- মো: ইজাজুল হোসেন, সাং-রামচন্দ্রপুর, উভয় থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহদ্বয়কে চোরাইকৃত ০১টি মোটর সাইকেল এবং যাত্রীবাহী নসিমন/আলমসাধু গাড়ীসহ গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ০১টি মোটর সাইকেল, ০১টি মোটর সাইকেলের চাবি, ০১টি নসিমন/আলমসাধু গাড়ী, ০২টি মোবাইল এবং ০৪টি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামতসমূহ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করত নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply