আটোয়ারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে থানা চত্বরে এর আয়োজন করা হয়। মটর সাইকেলের লাইসেন্স,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেড ব্যবহারের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। থানার সেকেন্ড অফিসার এসআই দীপেন্দ্র নাথ সিংহের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আটোয়ারী থানার বিভিন্ন পদস্থ পুলিশ কর্মকর্তা , মক্তিযোদ্ধা,উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।