চুয়াডাঙ্গা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা

Padma Sangbad

✍ রুদ্র অয়ন।।

ধানশালিক- কোকিল ডাকে
গাঁয়ের সবুজ বনে,
প্রজাপতি সব ফুলে ফুলে
উড়ছে আপন মনে।

রাতে চাঁদ জোছনা ছড়িয়ে
খিলখিল করে হাসে,
সকাল হলেই সূর্য ওঠে
কৃষকেরা যায় চাষে।

আপন বেগে চলেছে বয়ে
মনোরম নদ নদী,
পাহাড়ের বুকে ঝর্ণাধারা
বয়ে চলে নিরবধি।

পাখি সব করে কলরব
বলে যে মনের কথা,
রক্তের দামে পেয়েছি যে
এমন স্বাধীনতা।

আপডেট : ০৪:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২

স্বাধীনতা

আপডেট : ০৪:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২

✍ রুদ্র অয়ন।।

ধানশালিক- কোকিল ডাকে
গাঁয়ের সবুজ বনে,
প্রজাপতি সব ফুলে ফুলে
উড়ছে আপন মনে।

রাতে চাঁদ জোছনা ছড়িয়ে
খিলখিল করে হাসে,
সকাল হলেই সূর্য ওঠে
কৃষকেরা যায় চাষে।

আপন বেগে চলেছে বয়ে
মনোরম নদ নদী,
পাহাড়ের বুকে ঝর্ণাধারা
বয়ে চলে নিরবধি।

পাখি সব করে কলরব
বলে যে মনের কথা,
রক্তের দামে পেয়েছি যে
এমন স্বাধীনতা।