আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে রক্তাক্ত যুবতীর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের মাঠ থেকে সোনিয়া আক্তার (২৮) নামে এক যুবতীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষিপুর রায়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। কারা এবং কেন সোনিয়াকে বাইরের জেলা থেকে নিয়ে এখানে হত্যা করে লাশ ফেলে গেলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, সকালে মানুষ হাটতে গিয়ে লাশটি তাদের চোখে পড়ে। পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে। স্থানীয় বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা উত্তম কুমার জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে লাশটি সোনিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) ইমদাদুল ইসলাম বলেন, বাজারগোপালপুর বংকিরা সড়কের পাশেই লাশটি পড়ে ছিল। মেয়েটি দেখতে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তবে সম্পত্তির লোভে বা অন্য কোন কারণে তাকে হত্যা করা হতে পারে কিনা এমন ধারণা করছে পুলিশ। তিনি আরো বলেন, আমরা বাঘারপাড়া থানা পুলিশকে খবর দিয়েছি সহায়তার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :