আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে নাগরিক সমাজ সংগঠনের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে নাগরিক সমাজ সংগঠনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের মুরালীডাঙ্গা নাগরিক সমাজ সংগঠন ২৬ শে মার্চ উপলক্ষে নিজস্ব অর্থায়নে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মানব কল্যাণ পরিষদের মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন। সংগঠনের সভাপতি ভারতী রাণী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমরা আজ স্বাধীন দেশে বাস করতে পারছি। তাই আমরা নাগরিক সংগঠনের পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দ উল্লাস করছি। আমরা ঘরোয়াভাবে দিবসটি উদযাপন করছি। আমাদের অনুষ্ঠানে কোন অতিথি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :