আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে এই প্রথম স্কিল ডেভলপমেন্ট এসোসিয়েশন

রাজ্য ও কেন্দ্র সরকার দীর্ঘ দিন বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে বেকারি দূরীকরণের কথা বলে আসছে।
এবং তার জন্য কয়েকশ বিনা খরচে প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের স্বয়ম্ভর করে তোলার তাগিদে যাবতীয় সহযোগিতা করে চলেছে।
এই উদ্যোগগুলি গ্রহণ করে হাজার হাজার ট্রেনিং সেন্টার ট্রেনিং গড়ে উঠেছে গ্রামে গঞ্জে শহরে । সরকারি নিয়ম বিধি , তার সম্পর্কে সঠিকভাবে না জেনে বুঝে কিছু কিছু বেকার যুবক যুবতী যেমন দিশেহারা আবার অন্যদিকে সরকারের কিছু ক্ষেত্রে নিয়মনীতি পরিবর্তনে বিভ্রান্ত অনেকে।
তারফলে একটা বড় অংশের বেকার যুবক যুবতী অসহায়। সেকারণে ঐ সমস্ত বিপদগ্রস্থ মানুষগুলির পাশে দাঁড়তেই গত আগস্টের ১৩ তারিখে – অল ইন্ডিয়া স্কিল ডেভলপমেন্ট এসোসিয়েশন আত্মপ্রকাশ করে ।
মাত্র সাত মাসে কয়েকশ মেম্বার ও ১৯ টি জেলা কমিটি গঠন করার পর – ২৬ সে মার্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পশ্চিম বঙ্গ রাজ্য ও ন্যাশানাল পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেলো দিঘা বর্ডারের পূর্বাশা রিসর্টে।
দেড়শতাধিক প্রতিনিধি যোগদান করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এছাড়াও অন্যান্য রাজ্য থেকেও প্রতিনিধি যোগ দেন ন্যাশনাল কনফারেন্সে।
ভারতে এই প্রথম এই রকম একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। যাঁরা ট্রেনিং সেন্টার বা পার্টনার রয়েছেন তাঁরাই শুধু নয় , যে সমস্ত NGO গুলি মানুষের সাহায্য নিয়ে উল্ল্যেখযোগ কাজ করে নিদর্শন স্থাপন করেছেন -তাঁরাও সদস্য হয়ে সম্মেলনে যোগদান করেছেন। এই সংগঠনের প্রধান উদ্যোক্তা মাননীয় গোপাল বেরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সভাপতি তপন কুমার জানা মহাশয় ছাড়াও প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক সৌমিক সাঁতরা , মহম্মদ তাইজুল হক সহ অন্যান্য ।
উপস্থিত ছিলেন রাজ্যে সমন্বয়ক সংগ্রাম মিত্র |
সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের উপর তথ্যনির্ভর প্রায় পাঁচ ঘন্টা সচেতনতা মূলক আলোচনা করেন মাননীয় চেয়ারম্যান গোপাল বেরা ।
সম্মেলনে AISDA “SAMAJ DARPAN” নামে একটি স্মরণিকাও প্রকাশিত হয়।
সম্মেলনটি তিনটি পর্বে বিভক্ত ছিল

প্রথম পর্বে নেতৃত্ব ও আগত প্রতিনিধিদের স্মারক পুস্প স্তবক সম্মেলন কিট উপহার দিয়ে বরণ , দ্বিতীয় পর্বে সচেতনতা মূলক আলোচনা।
শেষ পর্বে বিভিন্ন জেলার নির্বাচিত সদস্যদের নিয়ে ১৬ জনের একটি রাজ্য কমিটি গঠিত হয়।
সম্মেলনে রাজ্য সম্পাদক নির্বাচিত হন শ্রী উজ্জ্বল মুখার্জী , সভাপতি হন তাপস কুমার দে । ১৬ জনের নামের তালিকা প্রকাশ করা হলেও । আরও বেশ কিছু জেলার প্রতিনিধি যুক্ত হবেন। কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য কেন্দ্র সরকার কমিটি গঠনের পরেই জাতীয়স্তরে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পশ্চিম বঙ্গের সমন্বয়ক শ্রী সংগ্রাম মিত্রকে জাতীয় সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃত্ব।
সম্মেলনে প্রতিটি জেলা থেকে রিপোর্টিং করেন ১৬ জন। বক্তব্য রাখেন সভাপতি তপন কুমার জানা , সংগ্রাম মিত্র।
প্রথম পর্বের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মাননীয় চেয়ারম্যান গোপাল বেরা।
সম্মেলনের মাঙ্গলিক বিষয় প্রদীপ প্রজ্জ্বলন ও সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয়।
সূচনা পর্বে সঞ্চালনা করেন মাননীয় বিদ্যুৎ দাস মহাশয়।
প্রতিনিধিদের মধ্যে অনেকেই সঙ্গীত পরিবেশন করেন।
ভারতে এই প্রথম এইরকম একটি সম্মেলন অনুষ্ঠিত হলো।
সংগঠনের দাবি সম্মেলনটি সার্বিকভাবে সফলতা পেয়েছে।
আগামী দিনে প্রত্যেকটি রাজ্যে ও কলকাতায় কেন্দ্রীয় অফিস করার পর প্রত্যেকটি NGO কে পূর্ণ সহযোগিতা দিয়ে আদর্শ সমাজ সংগঠনে পরিণত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :