আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমারখালীতে ১০ জেলে পেল বিকল্প উপার্জন ব্যবস্থা উপকরণ


ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য কুষ্টিয়ার কুমারখালীতে ১০ জন জেলেকে বিকল্প জীবিকার্জনের উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রত্যেককে দুইটি করে ছাগল, একটি কাঠের চৌকি, ৪০ কেজি ভূসি ও ঔষুধ প্রদান করা হয়।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপকরণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জৈষ্ঠ্য উপজেলা মৎস্য কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ প্রমূখ।

এবিষয়ে উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকেন, সেজন্য উপকরণ প্রদান করা জলো। উপজেলা মোট ৪০০ জন জেলে আছে। তাদের মধ্যে ১০ জনকে বিকল্প উপার্জন ব্যবস্থার জন্য উপকরণ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী জেলেদের উপবরণ প্রদান করা হবে।

ক্যাপশনঃ কুমারখালীতে ১০ জন জেলেকে বিকল্প উপার্জন উপকরণ হিসেবে ছাগল প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :