আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই নয়নের আলো

 

তুমি আমার দুই নয়নের আলো গো দুই নয়নের আলো তুমি ছাড়া হৃদয়খানা ক্ষত – বিক্ষত স্মৃতিগুলো কয়রে কথা বুকে মারে গুতো ফোটায় ফোটায় রক্ত ঝরে তাতেও লাগে ভালো তুমি আমার দুই নয়নের আলো ।

তোমার জন্য কাঁদতে পারি এতেই আমি ধন্য বুক চাপড়িয়ে বলতে পারি তোমারি ছিলাম তোমারি আছি তোমারি থাকবো প্রেমের দৃষ্টিতে আমি তোমাকেই খুজে পাবো তুমি আমার দুই নয়নের আলো । তুমি ভালো থাকলে আমিও থাকবো ভালো আমার দুই নয়নের জলে তুমি যদি থাকো ভালো তাতেই খুশি – মহাখুশি আমি জন্ম – জন্মান্তর তোমাকেই ভালোবাসবো তুমি আমার দুই নয়নের আলো ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :