আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাঙ্কের ৪০ বছর পদার্পন উপলক্ষে আটোয়ারীতে আলোচনা ও দোয়া মাহফিল

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিঃ এর ৪০ বছর পদার্পণ উপলক্ষে আটোয়ারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর আটোয়ারী বাজার আউটলেট এর আয়োজনে বুধবার (৩০ মার্চ) বিকেলে ব্যাংক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী বাজার আউটলেট এর এজেন্ট মোঃ তাছাফুর রহমান (বাচ্চু)। আলোচনায় অংশ নেন সোনালী ব্যাংক লিঃ আটোয়ারী শাখা ম্যানেজার মামুনুর রশিদ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ইসলামী ব্যাংক আটোয়ারী এজেন্ট আউটলেট এর ইনচার্জ আব্দুল করিম. ক্যাশিয়ার লিয়াকত আলী, প্রভাষক বজলার রহমান, শিক্ষক আব্দুর রাজ্জাক, সোভা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মজিদ,ছোটদাপ তাহফিযুল কোরআন হাফেজিয়া মাদরাসার পরিচালক মাওঃ মকলেছুর রহমান মেসবাহ প্রমুখ। সভাপতি বলেন, গ্রামীণ জনপদে নিরাপদ প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেয়ার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনের প্রত্যয়ে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর আটোয়ারী বাজার আউটলেট এর এজেন্ট ব্যাংকিং শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের আস্থা ও বিশ্বাসের অনন্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আলোচনা শেষে দেশ-জাতির সুখ সমৃদ্ধি ও ইসলামী ব্যাংকের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন ফকিরগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :