আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদায় অগ্নিঝরা মার্চ


স্মৃতির পালকে ভেসে এস-ফিরে এসো বারবার; গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে স্বমহিমায় অগ্নিঝরা মার্চ!
তোমাকে ঘিরেই স্বরচিত এই বাংলার ইতিহাস;
কৃষ্ণচুড়া, শিমুল পলাশ বনে-দিঘির জলে শান্ত স্রোতে
রাজহাঁস পানকৌড়ি ও শাপলা-শালুক হয়ে,
অথবা বাবুই, ময়না, টিয়ে, কাঠঠোকরা,শালিক,চড়ুই দোয়েল-কোয়েল, মাছরাঙ্গা আর ফিঙে রূপে…
ফিরে এসো এই বাংলায়… এই মাটির বুক চিরে!

অগ্নিঝরা মার্চ-প্রতিবাদ, সমাবেশ মিছিল-মিটিং
অবরোধ, জনতার সমুদ্রে উত্তাল রাজপথ…
হানাদার বাহিনীর জুলুম,উদ্ধত আচরণ-ছড়িয়ে দিল প্রতিহিংসার দাবানল!
দ্রোহের আগুনে পুড়ে বুলেটের গুলিতে ঝাঁঝরা হলো,
“উর্দু নয় বাংলা” ভাষার দাবিতে শতাধিক প্রাণ!
মাতৃভাষার তরে-অকাতরে দিয়ে গেল জীবন;
রফিক, রফিক, বরকত, জব্বার, সালাম আরো কত
নাম না জানা বীর শহীদ!

দেশ স্বাধীন হলো-ফিরে এলো না আর এই বাংলায়;
মায়ের বুকে সেই নাড়ি ছেঁড়া ধন, প্রিয় সন্তান;
সান্ত্বনা এটুকুই দেশ আজ স্বাধীন- জয় বাংলার জয়!
এইতো আমার বাংলা মা,সেই আত্মত্যাগের মহিমায় এনে দিলো মানচিত্র-দেশ ও সোনার বাংলাদেশ!
এইতো আমার ভাই বাংলা দামাল- বীর সৈনিক,
বুকের তাজা রক্ত ঢেলে জীবন দিয়ে গেল বিসর্জন;
রেখে গেল কৃতিত্ব-অবদান জয় বাংলার জয়জয়কার!

দু’শো বছর উপনিবেশিক শাসন- শোষণ নিপীড়ন নির্যাতন…
ব্রিটিশ খেদাও আন্দোলনের পর পাকি নির্যাতন!
তাজউদ্দীন, ভাসানী, জাতীয় চার নেতা মহাদয়,
স্বাধীনতার আলোকবর্তিকা হাতে এসেছিলেন;
উত্তরসূরী এলেন,করলেন জয় বাঙালির সূর্যসন্তান!
বারবার উঠে আসে তাঁর নাম-বলিষ্ঠ নেতৃত্ব ও অবদান,
স্বাধীনতার অগ্রপথিক; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!

তুমি এলে- মুছে দিতে বাংলা মায়ের কান্নার দাগ;
বোনের মান- সম্মান হারানো দীর্ঘশ্বাস;
স্বামীহারা বেদনা বিধুর স্ত্রীর ভেজা চোখের জল!
সর্বহারাদের অধিকার কেড়ে নেয়ার শৃঙ্খল ভাঙতে
এলে সশস্ত্র হাতিয়ার রূপে- মহাকালের সাক্ষী হয়ে;
মুছে দিলে কাল রাত্রির ভাষা শহীদের ক্ষত;
এনে দিলে শোষিত- বঞ্চিতদের স্বাধীনতার সূর্য!
বেঁচে থাকার, বাংলা ভাষায় কথা বলার অধিকার,
ফিরে এসো তুমি এই বাংলার ইতিহাসের পাতায়।

সেদিনের সেই স্বাধীনতার সেই বজ্রকণ্ঠের ডাক-
শ্মশানের বুকে জ্বলন্ত চিতার আধ পোড়া কাঠ;
দাও দাও করে জ্বলেছিল সাত কোটি প্রাণ!
কত মার্চ আসে যায়- সাদা মেঘের ভেলায় চড়ে কানে বাজে মুক্তির গান;
“যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো-জ্বলে ওঠে রেসকোর্স ময়দান!
“এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।”
ভুলবে না জাতি- তোমার আত্মত্যাগ অবদান;
স্বাধীনতার ফুল ফোটাতে দফায় দফায় জেল-
তারুণ্যদীপ্ত প্রায় ১৪-টি বছর কারাগারের কনডেম সেল!
বঙ্গবন্ধু তুমি ছিলে বাঙালির স্বাধীনতার হাতিয়ার;
৭-কোটি জনতার দিশারী, প্রাণের আশা, অহংকার!

বিদায়-তোমাকে দিলাম বিদায় এবার অগ্নিঝরা মার্চ;
তুমি আবার ফিরে এসো স্বমহিমায় আগামী বছর
এই বাংলায় ফিরে এসো বারবার স্বমহিমায়…
৫২-এর ভাষা আন্দোলন,৭১-এর দিনগুলি স্মরণে; হৃদয়ের উষ্ণ ভালোবাসায় জানাই অভিনন্দন!
রক্তের নদী পেরিয়ে-ফিরে এসো বারবার স্বমহিমায়
অগ্নিঝরা মার্চ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :