আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খোকসায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা ভাটাপাড়ায় ভেজাল আখের গুড় তৈরির কারখানায় রাতভোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ ভেজাল পাটালি গুড়সহ গুড় তৈরির সরঞ্জাম সহ প্রায় ৩ লক্ষাধীক টাকার মালামাল নষ্ট করা হয়েছে।

গতকাল রাত ৮ টা ৪০ মিনিটে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশের এলাকায় ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিক শরিফুল ইসলামকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী।

এসময় তিনি বলেন, এই কারখানা মালিক পঁচা গুড়, ফিটকিরি, চিনি, রঙ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছিল। এই গুড় খেলে মানুষের মারাত্মক রোগসহ নানা ধরনের শারীরিক ক্ষতি হতে পারে। কারখানাটিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :