আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
দর্শনা জয়নগরআন্তর্জাতিক সম্মেলন বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দীন মো. জাবেদের নেতৃত্বে বিজিবির ১০ জন কর্মকর্তা। বিএসএফ’র কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী অমরেশ কুমার অরিয়ার নেতৃত্বে ১০ জন কর্মকর্তা এতে অংশ নেন।

এর আগে বিএসএফ প্রতিনিধি দলটি দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌছালে ফুল দিয়ে স্বাগত জানান বিজিবির সদস্যরা।

বৈঠক শেষে বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি সাংবাদিকদের কে জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই সীমান্ত সম্মেলনে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বন্ধ, নারী এবং শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ স্থিতিবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডাররা একমত হন। দু’পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে সহমত ব্যক্ত করেন।

বিজিবি’র প্রতিনিধি দলে ছিলেন- বিজিবির কুষ্টিয়া সেক্টরের জিএসও টু (স্টাফ অফিসার) মেজর সোহেল, চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ ইশতিয়াক, ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ, ৪৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহেদ মিনহাজ, ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তারেক মোহাম্মদ তাসলিম, ৪৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর রাকিবুল ইসলাম, চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আলী শেখ ও ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

বিএসএফ’র প্রতিনিধি দলে ছিলেন- কৃষ্ণনগর সেক্টরের স্টাফ অফিসার কমানড্যান্ট শ্রী সন্দীপ কুমার, ৮২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার কমান্ড্যান্ট শ্রী সঞ্চয় প্রসাদ সিং, বিএসএফ ১০৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুনিল কুমার, ৬৮ বিএসএফ ব্যাটালিয়ন কমানড্যান্ট শ্রী যগেন্দার আগারওয়াল, ৮ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড্যান্ট শ্রী এইচ এস লংয়ান, ৫৪ বিএসএফ ভারপ্রাপ্ত কমান্ডার শ্রী জে আর খুজুর, সেক্টরের ডেপুটি কমান্ড্যান্ট (স্টাফ অফিসার) শ্রী মদন লাল অরিয়া, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শ্রী মানদিপ পিলানিয়া ও কোম্পানি কমান্ডার শ্রী বিক্রম সিং শেখায়াত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :