৩০ বছর পর শারীরিক প্রতিবন্ধী নাসির পেল হুইল চেয়ার।
নাসির হোসেন (৩০) কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া পাড়ার বাসিন্দা। নাসির জন্মগতভাবেই একজন শারীরিক প্রতিবন্ধী। নিজে থেকে হাটা চলা করতে পারে না। চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ার ছিল তার স্বপ্ন। অবশেষে ৩০ বছর পর নাসিরের স্বপ্ন পূরণ হলো।
কর্মহীন বাবার ছেলে নাসিরের স্বপ্ন পূরণের সারথি হয়ে আজ (৩ জানুয়ারী) রবিবার দুপুরে দিশা এনজিওর নিজ অর্থায়নে নাসিরকে একটি আধুনিক হুইল চেয়ার প্রদান করে।
এসময় মৎস্য ও পরিবেশবিদ গৌতম কুমার রায়ের সভাপতিত্বে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিশা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।
এছাড়াও শিলাইদহ কুঠি বাড়ির বকুলতলা শিল্পগোষ্ঠীর অসুস্থ সঙ্গীত শিল্পী আতিয়ার রহমানকেও একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
বিশ্ব অটিজম দিবস উপলক্ষে সকালে কুষ্টিয়া দিশা টাওয়ারে এই হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, বিশেষ চাহিদা সম্পুর্ন ও সমাজের পিছিয়ে পরা বিশাল জনগোষ্ঠীর পাশে দিশা এনজিও সব সময়ই ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন আজ হুইল চেয়ার পেয়ে নাসিরের মুখে যে হাসি দেখেছি তা কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না।
Leave a Reply