চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে মাটি ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালকের সহকারী কিশোর হাসানের মৃত্যু হয়েছে। নিহত হাসান গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, হাসান ট্রাক্টরের সহকারী। আজ সোমবার ভোরে নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে ট্রাক্টরে মাটি ভর্তি করে। পরে গ্রামের একটি ইটভাটায় যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এ সময় চালক হাসান ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে আসে।
Leave a Reply