অনলাইন ডেস্ক।
আর্থিক সঙ্কট, জ্বালানি তেল আর খাদ্যের অভাবের সাথে লোডশেডিং; সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে শ্রীলঙ্কায়। এমন অবস্থায় ভোগান্তির শিকার হাজারও মানুষ প্রতিবাদে নামছেন রাস্তায়। এরই মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যের সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও সরে গেছেন নিজের পদ থেকে।
সংকট সামলাতে সর্বদলীয় সরকার গঠনের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে তার এই ডাকেও কাজ হচ্ছে না। সোমবারও শ্রীলঙ্কার বিভিন্ন শহরের রাস্তায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে।
জরুরি অবস্থায় কাজ চালানোর জন্য চার জনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে গোতাবায়ার প্রশাসন।
বিচার মন্ত্রী আলি সাবরি পেয়েছেন অর্থমন্ত্রীর ভার। যে পদে আগে ছিলেন গোতাবায়ার ভাই বাসিল রাজাপাকসে। আর আগের পররাষ্ট্র, শিক্ষা ও হাইওয়ে মন্ত্রী থাকছেন আগের পদেই।
রাজাপাকসের কার্যালয় সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছিল,জাতীয় এই সঙ্কট মোকাবেলায় প্রেসিডেন্ট সব রাজনৈতিক দলকে পার্লামেন্টের মন্ত্রীর পদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।
জাতীয় প্রয়োজন বিবেচনায় সবাই মিলে এক সাথে কাজ করতে হবে।
তবে গণমাধ্যমের খবর বলছে, গোতাবায়ার সর্বদলীয় সরকারের ডাক প্রত্যাখান করেছে শ্রীলঙ্কার প্রধান দুই বিরোধী দল এসজেবি ও জেভিপি।
এসজেবি নেতা সাজিথ প্রেমাদাশা জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত গোতাবায়ার সাথে কোনও রকম সরকার গঠন করবে না তার দল।
সূত্র: আল জাজিরা, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave a Reply