আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ত্যাগীরাই দলের নেতৃত্বে আসবেন-এমপি জয়

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তাই তারা নির্বাচনে অংশ নিতে ভয় পায়, আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে আবারও জনগণের ভোটে জয় লাভ করবে ইনশাআল্লাহ।

তবে প্রতিপক্ষকে দূর্বল ভাবা যাবেনা, আমাদের প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্ৰী কলেজ মাঠে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের ৭-৮-৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সম্মেলনের মূল উদ্দেশ্যে হচ্ছে আগামী ২৩ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করে নির্বাচনমুখী করা। আর সম্মেলনে দলনেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ত্যাগীরাই দলের নেতৃত্বে আসবেন।

সম্মেলন উদ্বোধন করেন মনসুর নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারী ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন, শফিকুল ইসলাম,
প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উ-ল ইসলাম শাওন, মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

৯নং ওয়ার্ড (দক্ষিণ কুমারিয়াবাড়ী) যুবলীগের সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় কাজিপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টি এম শফিকুল ইসলাম শফি, সহ উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :