জয়পুরহাটে গোপনে ছাত্রীর গোসলের ভিডিও ধারণ,শাকিব নামের এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।
জয়পুরহাট সদর উপজেলার সাহাপুর গ্রামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ করার অপরাধে শাকিব হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শাকিব হোসেন সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের ফরিদ আহম্মেদ বিপ্লবের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি)আলমগীর জাহান জানান, গত ২৮ জানুয়ারী দুপুরে সদর উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রী বাসায় গোসল করছিলেন। এসময় উপর দিয়ে লুকিয়ে ওই ছাত্রীর গোসলের অর্ধনগ্ন ভিডিও মোবাইলে ধারণ করেন শাকিব হোসেন। ছাত্রীটি তখন বিষয়টি দেখলে তারপর থেকে তাকে নানা সময়ে বিভিন্নভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
পরে এ ঘটনা পরিবারকে জানায় ওই ছাত্রী। এরপর মেয়েটির পিতা বাদী হয়ে ৫ মার্চ শাকিল হোসেনের নামে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ শাকিল হোসেনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।।