আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুসাফির!

রাশিদা-য়ে আশরার।

এল মুসলিমের দ্বারে পবিত্র রং গায়ে মাহে রমজান,
ক্ষমার দোয়ায় হও উন্নত-পাপ মোচন কর মুসলমান!
দৃঢ় প্রত্যয়ে সিয়াম পালন, ঈমান করো মজবুত;
কায়েম কর সালাত- হাত খুলে কর দান খয়রাত,
হৃদয় করো প্রশস্ত,গরিবের হক আদায়, দাও সদকা- যাকাত।

হে রব! আদি অন্ত!
অবনত মস্তকে সেজদারত আমি-হাত তুলে করি মোনাজাত;
তোমার অলৌকিক ক্ষমতা ও ইচ্ছার করো
ক্রীতদাস- দাও নাজাত!
শেষ বিচারের কঠিন দিনে দিও রাসূল (সঃ)- এর
শাফায়াত!
তোমার আরশ কুরসি তলে সুশীতল ছায়া দিও,
প্রগাঢ় অন্ধকারে অলৌকিক নূরের আলো ছড়িয়ে
দিও সেদিন;
এক নিমিষেই করো পার পুলসিরাত…
শূন্য রিক্ত হস্তে রয়েছি মোরা পড়ে অসহায় মজলুম,
দাও হে প্রভু আমাই দাও বিশ্বাসিদের জীবন পথ!

তুমিতো অন্তর্যামী! কিছুই তোমার নয় অগোচর;
ভুল হয়েছে কত রাশি রাশি- পাপের পাহাড় কাঁধে
হৃদয় কাফেলায় মুসাফির!
জীবনের যত ভুল সবই আজ করছি শিকার-
শিকার করছি তোমার অসীম নেয়ামতের!
তুমি ছাড়া ক্ষমা করার কে আছে জগত সংসারে?
খাস মনে পানাহার থেকে রয়েছি বিরত আজ,
সার্থক করো মোদের এই পবিত্র মাহে রমজান।

দাও জান্নাতের পথ ও পাথেয় সুশীতল বাতাস;
রহমতের ফুলে অনন্ত তৃষ্ণা মিটিয়ে দাও,পান করাও হাউজে কাউসার!
দাও সুসংবাদ জান্নাতের- দাও নাজ নেয়ামত এই
সিলসিলা মোদের রহিম রহমান!
এই মিনতি করি নিজ দোয়া ও প্রার্থনায় শুধু নয়,
তোমার ক্ষমায় দয়ায়, করুনার বারি ধারায়…
দাও সিরাতুল মুস্তাকীমের পথ- উম্মাতী মহাম্মদ!
২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :