সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:
মাদক সেবনের অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কথিত মাতব্বররা বিচারের নামে মারধর, নাকে খত দেওয়া এবং মাটিতে থুথু ফেলে সেই থুথু খাওয়ানো হয় স্কুল ছাত্রকে। আর এই অপমান সইতে না পেরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মহন নামের এক স্কুল ছাত্র।
গত শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে আশুলিয়া থানাধীন আউক পাড়ার আদর্শ গ্রামের এ-বস্নকে এ ঘটনা ঘটে। মহন (১৫) ঢাকা জেলা আশুলিয়া থানার আউকপাড়া আদর্শ গ্রামের ইউসুফ আলীর ছেলে ও প্রোগেসিভ মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনায় আত্মহত্যাকারী স্কুল ছাত্রের বড় ভাই সুমন হাওলাদার বাদি হয়ে আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। এজাহারে উলেস্নখ আছে, মহন নেশাগ্রস্থ ছিলো।
তবে মহনের বড় ভাই অপমৃত্যু মামলার বাদি সুমন হাওলাদার জানান, তাদের পাড়ার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার ছোট ভাই মহনের । প্রেমঘটিত কারনে গত কয়েকদিন যাবত ঘুমের ওষুধ খেয়ে সারাদিন বাড়িতেই ঘুমিয়ে থাকতো আর ঘুম থেকে জেগে খাতায় লেখা লেখি করতো তার ভাই। তবে বাস্তহারা সমাজ কল্যাণ সেবা সংঘের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বিশা ও সদস্য সাইফুল ইসলাম নামের দুই ব্যক্তি মাদক সেবন ও বিক্রির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে তাদের ক্লাবে অনেক মানুষের সামনে দু’দফা মারধর করে। ওখান থেকে বাড়িতে এসেই ঘরের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস নিয়ে আআত্মহত্যা করে তার ভাই।
অপমৃত্যু মামলার ব্যাপারে কিছুই জানেনা বলেও জানান সে।
এদিকে কথিত এই মাতব্বররা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন,বৃহস্পতিবার রাতে মহন নামের ছেলেটিকে মাদক সেবন এবং বিক্রির অপবাদ দিয়ে ধরে এনে ক্লাবের রম্নমে মারধর করা হয়। শুক্রবার দুপুরের দিকে ফের বিশা ও সাইফুল ছেলেটির বাড়িতে গিয়ে ঘুম থেকে তুলে টেনে ছেচড়ে ক্লাবে আনে। এসময় মারধর ও নাকে খদ দেওয়ানোসহ মাটিতে থুথু ফেলে সেই থুথু ছেলেটিকে খাওয়ানো হয়। এই লজ্জা এবং অপমানে সে আআত্মহত্যা করেছে।
এব্যাপারে বাস্তহারা সমাজ কল্যাণ সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বিশা বলেন, মহন নামের এই ছেলেটি মাদক সেবন করতো। এজন্য তাকে অফিসে ডেকে এনে মাদক সেবন করতে নিষেধ করেছি। তাকে মারধর করা হয়নি।
শনিবার বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিয়াউল ইসলাম বলেন,মারধরের মত এমন কোনো অভিযোগ আমরা পাইনি। এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply