আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকা হতে ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নিজস্ব প্রতিবেদক।
চুয়ডাঙ্গা জেলার দর্শনা থানাধীন খাড়াগোদা হতে মো: উজ্জল হোসেন ও মো: সাদ্দাম হোসেন দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

১০ই এপ্রিল ২০২২ তারিখ ১৭:৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়ডাঙ্গা জেলার দর্শনা থানাধীন খাড়াগোদা বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন খাড়াগোদা বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মো: উজ্জল হোসেন(৩১), পিতা- তেতুল খাঁ, সাং- হরিরামপুর, ২। মো: সাদ্দাম হোসেন(২৬), পিতা- ইজারুল, সাং- খলিশাগাড়ী, উভয় থানা-দামুরহুদা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিজ হেফাজত হতে ৩৭০ পিচ ইয়াবা, ০২টি মোবাইল এবং ০৪টি সিম কার্ডসহ উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :