আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানি ১৮ মে

অনলাইন ডেস্ক।।
বিশ্ববাজারে জ্বালানি তেলে দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মে গণশুনানির দিক ঠিক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন( বিইআরসি)।

রোববার (১০ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের পাইকারি (বাল্ক) ট্যারিফ পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব সংবলিত আবেদন দাখিল করেছে। আবেদন পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কমিশনের গঠিত কারিগরি মূল্যায়ন টিম সুপারিশ করেছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা সংস্থাকে ২৮ এপ্রিলের মধ্যে শুনানি পূর্ব লিখিত বক্তব্য বা মতামত কমিশনে পাঠানোর অনুরোধ করা হলো।

জানা যায়, সম্প্রতি বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার ৬৯ শতাংশ বাড়ানোর জন্য বিইআরসির কাছে প্রস্তাব দিয়েছে পিডিবি। বিদ্যুতের দাম বাড়াতে গত জানুয়ারিতে বিইআরসির কাছে লিখিত প্রস্তাব দেয় পিডিবি। ওই প্রস্তাবে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৬৬ থেকে ৭৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব পরিস্থতি বিবেচনায় বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছিলেন, আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শেষ করেছি। এখন সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে এ চ্যালেঞ্জ আরও বাড়বে। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :