আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্ছগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আটোয়ারী থানার নবাগত ওসি সোহেল রানাকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় মাদক, জুয়া, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, মারামারি, নারী নির্যাতন, বাল্য বিয়ে, ইভটিজিং ,ফকিরগঞ্জ বাজারের অব্যবস্থাপনা, শুভ ডায়াবেটিক হাসপাতালের জায়গা অবৈধ দখলের চক্রান্ত সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সকল প্রকার অপরাধ প্রতিরোধে আমাদের করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, ওসি সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমন্ডারদ্বয়, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ বাহিনী সহ কমিটির সদস্যদের নিয়ে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের অবৈধ দখলদার মুক্ত ও যানজট সহ বিভিন্ন বিশৃঙ্খলা নিরসন করতে জনস্বার্থে এক অভিযান পরিচালনা করা হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটোয়ারী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলার সকল প্রকার অপরাধ দমনে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সবার সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :