আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণের লক্ষ্যে- আটোয়ারীতে টাস্কফোর্স কমিটির যৌথ সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির এক যৌথ সভা পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মংগলবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়। যৌথ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ওসি মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) জাকিউল আলম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, আবু জাহেদ, মোজাক্কারুল আলম (কচি), আলহাজ¦ দেলোয়ার হোসেন, আবু তাহের (দুলাল) প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক , গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আটোয়ারী উপজেলায় ভূমিহীন ও গৃহগহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণ কাজের কিছু স্থিরচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণ করান উপজেলা আইসিটি প্রেগ্রামার মোঃ সহিদুল ইসলাম। স্থিরচিত্রগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :