আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি শূন্যতা বৃষ্টি পূর্ণতা!

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

কয়েকদিন হল আকাশের অনেক মন খারাপ;
শত অভিব্যক্তিতে পুড়ে ধরে রেখেছো কেন জল?
কার বিরহে কাতর কোন সে বেদনার ক্ষত;
কার প্রতীক্ষায় গুনছো প্রহর প্রতিশ্রুতি বদ্ধ?
জানতে সাধ হয় বৈশাখী ঝড় নাকি ফাগুনের!
ধরার বুকে উষ্ণ পরশ বুলিয়ে দিতে;
আসবে কবে বলোনা আমায়?
আমিও তোমার মতো শুষ্ক হৃদয়ে বসে আছি,
বৃষ্টির ফোটার সাথেই ঝরে যেতে…
সবুজ ঘাস ফুলদের সাথে নিজেকে বিলিয়ে দিতে,
দু’ চোখের তারায় ডাকছি তোমায়!
দৃষ্টি মেলে তাকিয়ে আছি তোমার আসার আশায়,
স্বপ্ন গুলো সাজিয়ে রেখেছি আজও মনে,
খুলে রেখেছি হৃদয়ের দখিন দুয়ার…
সমস্ত জল বুকে ধরে একবার এসে দেখে যাও,
তোমার হিম শীতল পরশে অবয়ব ছুঁয়ে যাও;
কেন তুমি নিজেকে সামলে রেখেছ বলোনা আমায়,
আকাশের আজ মন খারাপ-আকাশের আজ মন
ভালো না।
২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :