জীবননগর উথলী গ্রামে ক্রিকেট খেলতে গিয়ে বিপত্তি দেয়াল চাপা পরে ৮ বছর শিশুর করুন মৃত্যু

দৈনিক পদ্মা সংবাদ নিউজ ডেস্ক।
চুয়াডাঙ্গার জীবননগরে খেলার সময় সীমানা প্রাচীরের চাপায় রিফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামের বাজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন ওই গ্রামের বাজার পাড়ার সন্টু আলীর ছেলে এবং উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
উথলী ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু জানান, আজ সকাল ১০টার সময় রিফাতসহ ৬-৭ বন্ধু বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পুরাতন একটা সীমানা প্রাচীর ধসে কয়েকটা ইট রিফাতের মাথায় পড়ে। এতে রিফাত গুরুতর আহত হলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার এক পর্যায়ে বেলা ১১টার দিকে রিফাতের মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল খালেক জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।