চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আয়ুব হোসেন।
তিনি বলেন, যে কোন সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানাচ্ছি। বাংলা নববর্ষ পালন করতে হবে। বাঙ্গালির সাংস্কৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব। জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধা মুক্ত, দারিদ্রমুক্ত দেশ হিসেবে পরিচিত করিয়েছে। মাদক কে আমরা বয়কট করেছি বাল্যবিবাহ বন্ধ করতে হবে।
বর্তমানে আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোন সময়ের চেয়ে ভাল আছে। বিশেষ করে বর্তমান ওসি সাহেব আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে স্বর্বাত্বক চেষ্টা করছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা স্বাস্থ্য প,প,কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ, কৃষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্দী, অফিসার ইনচার্জের পক্ষে ওসি তদন্ত আলিম, সভায় স্বাগত বক্তব্য রাখেন।
আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বিআর ডিবি কর্মকর্তা সায়লা সারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার।
আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি , ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারমান মখলেছুর রহমান সিলন, হারদি ইউনিয়নে চেয়ারম্যান আসিকুর রহমান ওল্টু, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গির, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, নজরুল ইসলাম, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম,,আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান,,প্রকল্প কর্মকর্তা এনামুল হক,,সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রমুখ। সভায় থানার অফিসার ইনচার্জ সহ বক্তাগন বলেন আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা আগের চেয়ে ভাল। এসময় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply