আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজিপুর ইউনিয়নে ২য় ধাপে ফ্যামেলী কার্ডে টিসিবি’র পণ্য বিক্রি

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

দিন দিন নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য দ্রব্যের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চাল, ডাল, চিনি, তেল ও পেঁয়াজের মতো কিছু পণ্য খোলাবাজারে বিক্রি করছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কাজিপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি দিন ব্যাপি কর্মসূচি শুরু হয় । উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভজিদ রায়, কাজিপুর ইউপি সচিব মাহবুব কবির তালুকদার, মেসার্স নুর ট্রেডার্স এর স্বত্বাধিকারী নুর মোমিন রানা, এস এম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এস এম রায়হান সহ ইউপি সদস্যবৃন্দ।

পিআইও অফিস সূ‌ত্রে জানা গে‌ছে, ফ্যামিলি কার্ড দিয়ে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দ‌রে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১১ হাজার ১৪৭ জন নিম্ন আয়ের মানুষ এই সুবিধা পাবেন। প্রতিটি প্যাকেজে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল রয়েছে। প্রতি প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৪৬০ টাকা। কাজিপুর ইউনিয়নের ৭৫৫ জন কার্ডধারি ২য় ধাপে এই পণ্য সামগ্রী ক্রয়করার সুযোগ পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :