চুয়াডাঙ্গা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অনির্বাণ’ শুভেচ্ছা!

Padma Sangbad

মুন্সি কবির।

শেকড় বাড়ুক সব সুন্দরে
ফুল ফুটে হোক সয়লাব
মন পরিমাণ হোক সংযম
আর ভেসে যাক বুকের অভাব।

বাকড় চলুক আরো বহুদূর
মেঘ বলে দিক নতুন কথা
জ্বলবো মোরা আগুন হয়েই
এই বোশেখের ‘অনির্বাণ’-তা।

নতুন দিনের নতুন আলোয়
পুড়িয়ে এসো সকল বিবাদ
১’ বোশেখে বুক পেতেছি
রঙের কলস ঢালার সুবাদ।

ইচ্ছে গুলোয় আবির উড়ুক
সংকৃত্তের মেঘ মাদলে….
ডিঙাই তোল সব পুরাতন
দাও ভাসিয়ে আঁধার জলে।।
মুন্সি কবির।
১৪/০৪/ ২০২০

আপডেট : ০১:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

অনির্বাণ’ শুভেচ্ছা!

আপডেট : ০১:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

মুন্সি কবির।

শেকড় বাড়ুক সব সুন্দরে
ফুল ফুটে হোক সয়লাব
মন পরিমাণ হোক সংযম
আর ভেসে যাক বুকের অভাব।

বাকড় চলুক আরো বহুদূর
মেঘ বলে দিক নতুন কথা
জ্বলবো মোরা আগুন হয়েই
এই বোশেখের ‘অনির্বাণ’-তা।

নতুন দিনের নতুন আলোয়
পুড়িয়ে এসো সকল বিবাদ
১’ বোশেখে বুক পেতেছি
রঙের কলস ঢালার সুবাদ।

ইচ্ছে গুলোয় আবির উড়ুক
সংকৃত্তের মেঘ মাদলে….
ডিঙাই তোল সব পুরাতন
দাও ভাসিয়ে আঁধার জলে।।
মুন্সি কবির।
১৪/০৪/ ২০২০