কুষ্টিয়ার কুমারখালীতে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ২ হাজার ৬১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ এবং ২০ ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি কার্যালয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সার্বিক তত্তাবধানে বীজ ও সার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে এমময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন প্রমূখ।।
Leave a Reply