নিজস্ব প্রতিবেদক।
পৃথক অভিযানে রাজধানী হতে বিপুল পরিমাণ বিয়ার এবং বিদেশী মদসহ ০২ জন গ্রেফতার, র্যাব-১
পৃথক অভিযানে রাজধানী হতে বিপুল পরিমাণ বিয়ার এবং বিদেশী মদসহ ০২ জন গ্রেফতার,র্যাব-১,মাদক পরিবহনে ব্যবহৃত ০৩ টি প্রাইভেটকার জব্দ।
রাজধানীতে গত ১৮ এপ্রিল ২০২২ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ভাটারা থানাধীন ১০০ ফিট নতুন বাজার এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে ৩৮৪ ক্যান বিয়ার, ০১ টি প্রাইভেটকার এবং ০১ টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুল হাওলাদার (৪২) জেলা-পিরোজপুর’কে এবং
একই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে ২৩৩ ক্যান বিয়ার, ২৪বোতল বিদেশী মদ এবং ০১ টি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মোঃ রানা (৩০), পিতা-মোঃ সেলিম মিয়া, জেলা-ভোলা’কে আটক করে।
নোমান আহমদ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে জানান,
একই দিন র্যাব-১ এর অপর একটি আভিযানিক দল ডিএমপি, বনানী থানাধীন মহাখালীস্থ ব্রাক ইউনিভার্সিটির সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন পরিত্যক্ত অবস্থায় ১৫৬০ ক্যান বিয়ার এবং ০১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
Leave a Reply