পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি টুইটার সমাবেশে’ বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ‘ভার্চুয়াল সমাবেশ’ টুইটারে রেকর্ড গড়েছে।
বুধবার (২০ এপ্রিল) টুইটারের একটি স্পেস সেশনে তার বক্তব্য শুনতে বিশ্বের প্রায় ৫ লাখ মানুষ যুক্ত হয়েছেন। এটি টুইটারের একটি অডিও লাইভ সুবিধা। অপেক্ষাকৃত নতুন এই ফিচারটিতে একসঙ্গে এত গ্রাহক আগে কখনোই দেখেনি টুইটার।
ইমরান খানের ওই ‘টুইটার সমাবেশ’র কিছু স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পরামর্শক ও শিল্প বিশ্লেষক ম্যাট নাভারা। প্রথম স্ক্রিনশটে দেখা যায়, সেশনটিতে একসঙ্গে ১ লাখ ৬৪ হাজার মানুষ সরাসরি অংশ নিয়েছেন। পরে আরেকটি স্ক্রিনশটে দেখা যায়, সমাবেশে মোট ৪ লাখ ৭৪ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। বলা হচ্ছে এটি হয়তো বিশ্ব রেকর্ড। সেশনের অন্যতম উপস্থাপক জিবরান ইলিয়াসের মতে, টুইটার স্পেসে এর আগে ৫৭ হাজার মানুষ অংশ নেওয়ার রেকর্ড ছিল। ইমরান খান এক লাখের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বলে দাবি তার।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপরই ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর বিষয়টি পাকিস্তানের সর্বোচ্চ আদালতে যায়। টানা ৫ দিন শুনানির পর ৭ এপ্রিল আদালত অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন এবং ৯ এপ্রিল সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন। ভোটে ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসঙ্গে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারলেন না।
সূত্র : ডন, জিও নিউজ