আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় মৃত্যু নেই তারাতাড়ি ছুটি নিয়ে বলা

দৈনিক পদ্মা ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫২ হাজার ৫০৬ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত থাকছে।

শুক্রবার (২২ এপ্রিল ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার নমুনা পরীক্ষা করা হয়।নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৭৩ জন; তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯২ হাজার ৮১৬ জন সুস্থ হয়ে উঠলেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :