আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে ৩১০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার

সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:

সাভারের মডেল থানাধীন এলাকায় ৩১০ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

শুক্রবার(২২) এপ্রিল র‌্যাব-৪ এর একটি দল সাভার মডেল থানার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি মাইক্রোবাসে ৩১০ বোতল ফেনসিডিল এবং ০২ টি মোবাইলসহ নিন্মোক্ত ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতার ব্যক্তির হলেন-দিনাজপুর জেলার মোঃ জাকিরুল ইসলাম রনি (৩৯)ও জয়পুরহাট জেলার মোঃ সুমন (২৬) ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে বিশেষ কৌশলে মাইক্রোবাসে করে রাজধানী ঢাকাসহ নিকটবর্তী এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‍্যাব-৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :