আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দর্শনা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ঝলক নামের এক যুবকের মৃত্যু

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনায় নিখোঁজের একদিন পর দর্শনা রেলবাজারের কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ দর্শনা মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার।

গত শনিবার দর্শনা জয়নগরে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে সাইদুর রহমান ঝলক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের ২৪ ঘন্টাপর দর্শনা জয়নগরে নদীতে সন্ধান চালিয়ে ঝলকের মৃতদেহ উদ্ধার করেছে যশোর থেকে আসা ডুবরীর দল।।

স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা পৌর এলাকার ১নং ওয়ার্ডের দক্ষিন চাঁদপুরের বাসিন্দা ও দর্শনা রেলবাজারের বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী বাচ্চু ভান্ডারের সত্বাধিকারী সাইদুর রহমান ঝলক ।

দর্শনা জয়নগরের স্থানীয় লোকজন সাংবাদিকদের কে জানান, দর্শনা জয়নগরে ভারত সীমান্তবর্তী সীমান্তের ৭৭/১এস নং পিলালের নিকট নদীর কিনারে মোটরসাইকেল ও ম্যানিব্যাগ সহ ব্যবহৃত জিনিসপত্র রেখে গোসলের উদ্দ্যেশে মাথাভাঙ্গা নদীতে নামে। এরপর থেকে সে নদীর পানিতে নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা নদীর কিনারায় মোটরসাইকেল ও মানিব্যাগ সহ কিছু জিনিসজিনিসপত্র পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। এসময় লোকজন বিজিবিকে খবর দিলে মাথাভাঙ্গা নদীর ধার থেকে মোটরসাইকেল ও তার ব্যাবহারের জিনিসপত্র উদ্ধার করলেও মোটরসাইকেল মালিকের কোন সন্ধান পায়নি বিজিবি।

এদিকে পরিবারের লোকজন খবর পেয়ে অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে ওইদিন রাতেই দর্শনা থানায় একটি সাধারন ডায়রি করেন । যার নং-১০৭৯।

পরের দিন রোববার বিকাল ৫টার দিকে তল্লাসীর এক পর্যায়ে জয়নগরের ভারত সীমান্তের ৭৭/১ এস নং পিলারের ভারত অভ্যান্তরের ৫০ গজ ভিতর থেকে নিখোঁজ ঝলকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে দর্শনা থানা পুলিশ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসাদুল সাঁতার জানত না। নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় রোববার রাতে মোবারকপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়েছে। এঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :