চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। চূড়ান্তভাবে ঈদের তারিখ জানা যাবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর। আগামী ১ মে সন্ধ্যায় ওই বৈঠকে বসবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির ওই বৈঠকে থেকেই দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হবে। এরপর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
ইতোমধ্যে এবার রোজা কয়টি তা নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।
এদিকে আল-আরাবিয়া চ্যানেলের এক অনুষ্ঠানে সৌদি আরবের জ্যোতির্বিদ ড. খালিদ আল-জাকক জানিয়েছেন, এবার রমজান মাস ৩০ দিনে হতে পারে। সেটি হলে ২ মে সৌদি আরবে শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদ হবে ৩ মে।
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, বিশ্বের অনেক দেশেই এবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ২ মে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পরে রোজা ও ঈদ হয়ে থাকে। সে হিসেবে আগামীকাল শনিবার রাতেই দেশে কবে ঈদ উদযাপিত হবে সে বিষয়টি মোটামুটি ধার্য হয়ে যাবে। কারণ, আগামীকাল সৌদি আরবে ২৯ রোজা পূর্ণ হবে। এদিন দেশটির চাঁদ দেখা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কবে সেখানে ঈদুল ফিতর পালিত হবে।
Leave a Reply