আন্তর্জাতিক ডেস্ক।।
ইন্দোনেশিয়ার বালিতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি—দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে যুদ্ধরত দেশ দুটির প্রেসিডেন্টের একই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ শুক্রবার অনলাইন ভাষণে আয়োজক দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদো এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
প্রেসিডেন্ট উইদোদো বলেন, পুতিন ফোনে তাকে নিশ্চিত করেছেন, তিনি সম্মেলনে যোগ দেবেন।
‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকেও জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি’, যোগ করেন তিনি।
রাশিয়া বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-২০ এর সদস্য হলেও, ইউক্রেন এর সদস্য নয়। পশ্চিমের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে জেলেনস্কিকে বালিতে পর্যবেক্ষক হিসাবে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে আরটির প্রতিবেদনে বলা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বলেছেন, রাশিয়া সম্মেলনের জন্য প্রস্তুতি নেবে। তবে পুতিন বালিতে যাবেন, নাকি ভিডিওর মাধ্যমে সম্মেলনে ভাষণ দেবেন—সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোয় জেলেনস্কি বুধবার টুইটারে ইন্দোনেশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই বিষয়ে মন্তব্য করতে বলা হলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ইউক্রেনকে বালিতে আমন্ত্রণ জানানোর ব্যাপারটিকে ওয়াশিংটন ‘অবশ্যই স্বাগত জানায়’।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর জেলেনস্কি বেশ কয়েকবার পুতিনের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। তবে মস্কো বারবারই বলছে, চুক্তিপত্রে সই করার সময়ই কেবল ২ নেতার দেখা হতে পারে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইন্দোনেশিয়াকে তীব্র চাপ দিয়ে আসছে। তবে আয়োজক হিসেবে নিরপেক্ষ থাকার ব্যাপারে জোর দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
Leave a Reply