আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীনগরে অগ্নিকাণ্ডে নিউ বিক্রমপুর কুটির শিল্প কারখানা ভস্মীভূত, ৭০ লক্ষ টাকার ক্ষতি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে নিউ বিক্রমপুর কুটির শিল্প নামে একটি কারখানা ভস্মীভূত হয়েছে ও একটি পল্লী বিদ্যুতের কাঠের খুঁটির বেশ কিছু অংশ গেছে । গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কারখানার মালিক শওকত আলী।

এলাকাবাসী জানায়, ঈদ উপলক্ষে বাচ্চারা আতশবাজি ফোটাচ্ছে সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারখানার মালিক আজকে প্রায় ২৫ লক্ষ টাকার ফুল কিনে নিয়ে এসেছে ঝাড়ু বানানোর জন্য। এছাড়া কারখানাতে ঝাড়ু বানানো তৈরি আর অন্যান্য সরঞ্জাম হয়েছিল সব মিলিয়ে প্রায় ৩০/৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

 

 

 

 

 


শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের অয়্যার হাউস ইনস্পেক্টর মাহফুজ দিবেন বলেন, ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামারগাঁও মাঠপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনি। এতে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :