আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জে অপহরণ করে চাঁদা দাবী ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৩ মে) র‍্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

২৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একজন ভিকটিম অপহরণকারী চক্রের সদস্য কর্তৃক অপহৃত হয়। তারা ভিকটিমকে মারধর, ভয়ভীতি দেখিয়ে ও নারী ঘটিত বিষয়ে ব্ল্যাকমেইল করে ভিকটিমের কাছে থাকা টাকা পয়সা ও সম্পদ কেড়ে নিয়ে অজ্ঞাত স্থানে ফেলে আসে।

গত ২ মে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকা থেকে আসামি ফরহাদ (২৩) কে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্য মতে অপর ২ জন আসামি মাকসুদা আক্তার মুক্তা (৩২) এবং সালমা বেগম (২১) কে ঢাকা জেলার ডিএমপির ডেমরা থানাধীন কোনাপাড়ার একটি ফ্লাট থেকে গ্রেফতারসহ ভিকটিমের এটিএম কার্ড ব্যবহার করে ক্রয়কৃত ১টি স্যামসাং এস-২২ আল্ট্রা এবং ১টি স্যামসাং এ-৭২ মোবাইল ফোন ও নগদ ৪ লক্ষ ১১ হাজার ৫ শ টাকা উদ্ধার করে র‍্যাব।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন কৌশল (যেমন প্রেম ঘটিত প্রলোভন, আশ্বাস বা সুযোগ প্রদান) অবলম্বন করে ভিকটিমদেরকে নিজেদের ভাড়া বাসায় নিয়ে জিম্মি করে ব্ল্যাকমেইল করে। তারা ভিকটিমের কাছে থাকা ২টি এটিএম কার্ড জোরপূর্বক কেড়ে নিয়ে কার্ডের পিন কোড নিয়ে টাকা উত্তোলন সহ বিভিন্ন শপিং করে এবং মোট ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :